- অর্থনীতি
- অনলাইনে পাওয়া যাচ্ছে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তরের সব সেবা
অনলাইনে পাওয়া যাচ্ছে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তরের সব সেবা

অনলাইনে পাওয়া যাচ্ছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের সব ধরনের সেবা। এ জন্য তৃতীয় পক্ষ বা ব্যক্তির সহযোগিতার আর কোনো প্রয়োজন পড়ছে না। ২০১৯ সালে অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএলএম) সফটওয়্যারের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য এ ধরনের কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। বাণিজ্যিক আমদানি নিবন্ধন সনদ, রপ্তানি নিবন্ধন সনদ, রপ্তানি পারমিট ইত্যাদি অনলাইনে দেওয়া শুরু হয়।
এরপর পর্যায়ক্রমে অন্যান্য সেবাও আনা হয়েছে এর আওতায়। এ ধরনের সেবার সংখ্যা এখন সবমিলিয়ে ৫২টির মতো।
সোমবার রাজধানীতে ‘স্বাধীনতার ৫০ বছরে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের ৫০ ধরনের সেবা অনলাইন প্রদান’ শীর্ষক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। ব্যবসায়ীরা এখন নানা ধরনের সেবা তাদের বাসা বা অফিসে বসেই নিতে পারছেন। এটা সরকারের বড় একটি সফলতা।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি গতিশীল। ব্যবসার পরিধিও বেড়েছে। সরকারের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক। তারা কোনো ধরনের হয়রানি ছাড়া সহজেই বাণিজ্য-সংক্রান্ত সেবা পেতে চান। সততা ও দক্ষতা দিয়ে মানুষের সে সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
টিপু মুনশি বলেন, চলতি অর্থবছরে ৫১ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এবার প্রকৃত রপ্তানি ৬০ বিলিয়ন ডলারের কম হবে না। আগামী দুই বছর পর বাংলাদেশের রপ্তানি আয় হবে ৮০ বিলিয়ন ডলার।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম ও এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমদানি ও রপ্তানি অফিসের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম।
মন্তব্য করুন