- অর্থনীতি
- বিড়ির ওপর শুল্ক কমানোসহ ৪ দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন
বিড়ির ওপর শুল্ক কমানোসহ ৪ দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন

ছবি: সংগৃহীত
বিড়ির ওপর শুল্ক কমানোসহ চার দফা দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন বিড়ি শ্রমিকরা। সোমবার সকালে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিড়িতে শুল্ক কমানো, অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন এবং দেশীয় শিল্প বিড়িকে রক্ষা করার দাবি জানান শ্রমিকরা। মানববন্ধন শেষে এনবিআর চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি এম. কে. বাঙ্গালী। বক্তব্য রাখেন ফেডারেশনের সহসভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি লোকমান হাকিম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিড়ি শিল্প দেশীয় শ্রমিকবান্ধব শিল্প। অথচ দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্প ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে। বিড়ি মালিকরা এই মাত্রাতিরিক্ত করের বোঝা সহ্য করতে না পেরে কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। শ্রমিকরা কর্ম হারিয়ে পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। শ্রমিকদের কর্ম রক্ষার্থে বিড়ির ওপর শুল্ক কমাতে হবে।
মন্তব্য করুন