গত বৃহস্পতিবার নোয়াখালী চর ফকিরা ইউনিয়নে বিএনও লুব্রিকেন্টস এর একটি ওয়ার হাউজ উদ্ধোধন ও মতবিনিময় সভা আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে বিএনও লুব্রিকেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর মোঃ ইউসুফসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা প্রধান অথিতির বক্তব্যে প্রফেসর ইউসুফ পরিবেশের সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজম্নের জন্য ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে, বাংলাদেশে প্রথমবারেরর মত লুব্রিকেন্টস সেক্টরে অর্ন্তভূক্ত করা ন্যানোটেকনোলজি সমৃদ্ধ পণ্য ব্যবহার করার কথা বলেন।

দেশের মানুষের ভালোবাসা নিয়ে ও প্রতিষ্ঠানকে দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিজ্ঞা ব্যাক্ত করেন এবং দেশের মানুষকে দেশীয় পণ্য ব্যবহারে উদ্ধৃদ্ধ করেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে প্রায় বিএনও লুব্রিকেন্টস এর প্রায় ৩শ ডিলার উপস্থিত ছিলেন। উল্লেখ্য সম্প্রতি প্রফেসর ইউসুফ নিজের হাতে গড়া প্রতিষ্ঠান কোম্পানীগঞ্জ এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ প্রানী সম্পদ অধিদপ্তরে প্রানি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় দুগ্ধ/ মাংশ প্রকৃয়াজাতকরণ ভ্যালু চেইন ক্যাটাগরিতে ডেইরী আইকন ২০২১ হিসেবে পুরস্কৃত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি