- অর্থনীতি
- পর্যাপ্ত জাহাজ থাকলে দেশের ১৫-২০ বিলিয়ন ডলার বাঁচত: আতিউর রহমান
পর্যাপ্ত জাহাজ থাকলে দেশের ১৫-২০ বিলিয়ন ডলার বাঁচত: আতিউর রহমান

মুখ্য আলোচক হিসেবে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হনবাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান।
পর্যাপ্ত সংখ্যক নিজস্ব জাহাজ থাকলে দেশের ১৫-২০ বিলিয়ন ডলার বাঁচত বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। তিনি বলেন, বৈদেশিক বাণিজ্যে পরিবহন খাতে সবচেয়ে বেশি খরচ হয় জাহাজ ভাড়ায়। আমাদের যদি নিজস্ব পর্যাপ্ত জাহাজ থাকত তাহলে ভাড়ার ১৫-২০ বিলিয়ন ডলার রক্ষা করা যেত।
আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে 'বৈশ্বিক অর্থনীতি ও বাংলাদেশের বাস্তবতা' শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি মুখ্য আলোচক হিসেবে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
ড. আতিউর রহমান বলেন, পদ্মা সেতু চালু হলে বাংলাদেশের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আসবে। দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ বাড়বে, শিল্পের প্রসার ঘটবে। যদিও কিছু সমকালীন দুর্যোগ সাফল্যকে বাধাগ্রস্ত করছে। কিন্তু আমরা এই সংকট কাটিয়ে উঠছি।
তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি নতুন মোড় নিচ্ছে। এই কারণে আমাদেরকে কৃষির গুরুত্ব বাড়িয়ে বাণিজ্য-রূপ দিতে হবে। এই ক্ষেত্রে সরকারকে কিছু পদক্ষেপ নিতে হবে। কৃষি ভর্তুকি তিন গুণ বাড়িয়ে ৩০ হাজার কোটি টাকা করতে হবে, কৃষি সংশ্লিষ্ট সরকারি জনবলের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বরাদ্দ রাখতে হবে, কৃষি গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে, ব্যক্তিগতভাবে এবং ব্যক্তিখাতে যারা কৃষি গবেষণা করছেন তাদের জন্য প্রণোদনা দিতে হবে, আইসিটি ব্যবহারের মাধ্যমে কৃষি বাজারজাতকরণ এবং তথ্য আদান-প্রদান বাড়াতে হবে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, গত কয়েক দশকে আমেরিকার মতো দেশেও ৮ শতাংশ মুদ্রাস্ফীতি ঘটেছে। সেখানে বাংলাদেশে ৬ শতাংশের মতো মুদ্রাস্ফীতি ঘটেছে। কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রোপাগান্ডা চালানো হয়েছে। ডলার বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে। ডলারের উপর নির্ভরতা কমাতে প্রয়োজনীয় পণ্য উৎপাদন করতে হবে। আমরা সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। তাই বিশ্ববিদ্যালয় মনে করে এই সময়ে অর্থনীতি নিয়ে আলোচনা করা জরুরি। ১
উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে ও রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান প্রামাণিক, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক অধ্যাপক সনৎকুমার সাহা প্রমুখ। এ সময় জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন