- অর্থনীতি
- টানা বৃদ্ধির পর ৫০ পয়সা কমলো ডলারের দর
টানা বৃদ্ধির পর ৫০ পয়সা কমলো ডলারের দর

টানা বৃদ্ধির পর কমলো ডলারের দর। বুধবার প্রতি ডলারে ৫০ পয়সা কমে আন্তঃব্যাংক দর নেমেছে ৯১ টাকা ৫০ পয়সায়।
বাজারের সঙ্গে সামঞ্জস্য আনতে গত কয়েক দিনে টাকার রেকর্ড দরপতন করে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে গত সোমবার রেকর্ড ২ টাকা ৫ পয়সা বাড়ানো হয়। গত মঙ্গলবার আরও ৫ পয়সা বাড়িয়ে আন্তঃব্যাংক দর ঠিক করা হয় ৯২ টাকা।
জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক গতকাল ৯১ টাকা ৫০ পয়সা দরে কয়েকটি ব্যাংকের কাছে ১২ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে।
মঙ্গলবার ৯২ টাকা দরে একই পরিমাণের ডলার বিক্রি করা হয়। সব মিলিয়ে চলতি অর্থবছরে বিভিন্ন ব্যাংকের কাছে ৬৭৪ কোটি ১০ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক। এভাবে বিক্রির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে।
বুধবার দিন শেষে রিজার্ভ দাঁড়ায় ৪১ দশমিক ৭০ বিলিয়ন ডলার। মঙ্গলবার যা ৪১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার ছিল। আর গত আগস্ট মাসে সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠেছিল।
চলতি অর্থবছরের শুরু থেকে দফায় দফায় ডলারের দর বাড়লেও বুধবার প্রথমবারের মতো কমলো।
দীর্ঘদিন থেকে গত আগস্ট পর্যন্ত প্রতি ডলারের দর ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। সেখান থেকে প্রতি ডলারে ৭ টাকা ২০ পয়সা বাড়িয়ে এ পর্যায়ে আনা হয়। এর মধ্যে গত এক মাসে সাত দফায় বাড়ানো হয় ৫ টাকা ৫৫ পয়সা। এভাবে বৃদ্ধির ফলে বাজারে কিছুটা স্বাভাবিকতা ফেরে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সমকালকে বলেন, ডলারের দর কমা-বাড়ার বিষয়টি বাজারের ওপর নির্ভর করে। বাজারের দরের সঙ্গে সামঞ্জস্য রেখে বুধবার কেন্দ্রীয় ব্যাংক ৯১ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করেছে। আগের দিন বিক্রি করা হয় ৯২ টাকা দরে।
মন্তব্য করুন