গ্রাহক চাহিদা বিবেচনায় ব্যাংকগুলো বেশি হারে ডিজিটাল সেবা চালু করছে। ডিজিটাল ব্যাংকিংয়ের এ সময়ে সাইবার অপরাধ বাড়ছে। ঝুঁকি মোকাবিলায় শক্তিশালী উদ্যোগ দরকার। এ জন্য নিজেদের মধ্যে নলেজ শেয়ারিংও অপরিহার্য। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রথমবারের মতো আয়োজিত 'বিল্ডিং সাইবার রেজিলিয়েন্স ফর ব্যাংকস' শীর্ষক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) দু'দিনের এ সম্মেলনের আয়োজন করেছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সভাপতিত্ব করেন এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন। সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান, এক্সিম ব্যাংকের এমডি ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি রাশেদ মাকসুদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়সহ বিভিন্ন ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন ব্যাংকের ২০০ জনের বেশি কর্মকর্তা অংশ নিচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, প্রথাগত ব্যাংকিং থেকে ডিজিটাল ব্যাংকিংয়ে রূপান্তরের চ্যালেঞ্জ বেশি। এটা মোকাবিলায় প্রতিনিয়ত বিনিয়োগ করতে হবে। তিনি বলেন, সারাবিশ্ব একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের রিজার্ভ কমে ৪১ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমেছে। তবে এটা দেশের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। তবে রিজার্ভের ওপর যেন অনেক বেশি চাপ তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোর ওপর জোর দিতে হবে।

এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, সাইবার সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার ধারাবাহিকভাবে নীতি-সহায়তা দিচ্ছে। ডিজিটাল ব্যাংকিংয়ের দ্রুত প্রসারের এই যুগে সাইবার নিরাপত্তায় যৌথ উদ্যোগ দরকার।