নতুন অর্থবছরের বাজেটে থোক হিসেবে সরকার ৪ হাজার ৬৯১ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর মধ্যে অপ্রত্যাশিত খাতে ৩ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাতে ১ হাজার ৬৯১ কোটি টাকা রয়েছে। এ বরাদ্দ পরিচালন বাজেটের ২ দশমিক ৩ শতাংশ।

জরুরি বা বিশেষ প্রয়োজনে ব্যয় করার জন্য বাজেটে থোক বরাদ্দ রাখা হয়ে থাকে। দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে থোক বরাদ্দের অর্থ খরচ হয়। অধিকাংশ বছরই দেখা যায় থোক বরাদ্দের পুরোটা ব্যয় হয় না।

২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রণয়নের সময় অর্থ বিভাগ থেকে পরিপত্র জারি করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে থোক বরাদ্দ দাবি না করার নির্দেশনা দেওয়া হয়। সেজন্য কোনো মন্ত্রণালয়ের বরাদ্দে থোক রাখা হয়নি। পরিচালন বাজেটের আওতায় অর্থ বিভাগের অধীনে রাখা হয়েছে।

চলতি ২০২১-২২ অর্থবছরের মূল বাজেটে থোক বাবদ ৫ হাজার ১০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এর মধ্যে অপ্রত্যাশিত খাতে বরাদ্দ ছিল ২ হাজার ৫০০ কোটি টাকা। আর অন্যান্য খাতে বরাদ্দ ছিল ২ হাজার ৬০৯ কোটি টাকা। বরাদ্দের পুরো অর্থ খরচ হয়নি। যে কারণে সংশোধিত বাজেটে কমিয়ে ২ হাজার ৮১৬ কোটি টাকা করা হয়েছে।