- অর্থনীতি
- জাহাজ খাতে আশার সঞ্চার
জাহাজ খাতে আশার সঞ্চার

প্রতীকী ছবি
এবারের বাজেট পদক্ষেপে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ খাতে বিনিয়োগে আশার সঞ্চার হবে বলে জানিয়েছে শিপার্স কাউন্সিল। করপোরেট করহার হ্রাসে বিনিয়োগ উৎসাহিত রপ্তানি বহুমুখীকরণ বাড়বে।
শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, মহামারি-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া এবং রুশ-ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতিতে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এ বাজেট সময়োপযোগী।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচল উৎসাহিত করতে ২০৩০ সাল পর্যন্ত করমুক্ত করা হয়েছে। এতে এ খাতে নতুন বিনিয়োগে আশার সঞ্চার হবে। তবে ব্যাংক সুদের উৎসে করহার কোম্পানি করদাতার জন্য ১০ থেকে ২০ শতাংশ করা এবং রপ্তানি পণ্যে উৎসে কর শূন্য দশমিক ৫০-এর পরিবর্তে ১ শতাংশ করা হয়েছে, যা পুনর্বিবেচনা করা যেতে পারে।
মন্তব্য করুন