- অর্থনীতি
- 'জয় বাংলা' স্লোগান দিতে বাধা, প্রধান শিক্ষককে শোকজ
'জয় বাংলা' স্লোগান দিতে বাধা, প্রধান শিক্ষককে শোকজ

বিদ্যালয়ের সমাবেশে 'জয় বাংলা' স্লোগান দিতে নিষেধ করায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার জাহানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বালিয়াকান্দি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ স্বাক্ষরিত নোটিশটি বৃহস্পতিবার শিক্ষক আকতার গ্রহণ করেছেন।
চঞ্চল শেখ বলেন, 'জয় বাংলা' এখন রাষ্ট্রের এবং সবার স্লোগান। এতে বাধা দেওয়া গর্হিত অপরাধ। বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিষয়টি জানার পর প্রধান শিক্ষকের কাছে মৌখিক ব্যাখ্যা চাওয়া হয়। তাঁর ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান শিক্ষক এটি গ্রহণ করেছেন। তিনি আরও জানান, এর আগে শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অপরাধে ওই শিক্ষককে শাস্তিমূলক বদলি করা হয়েছিল।
এ বিষয়ে কথা বলার জন্য শিক্ষক আকতারের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। মোবাইলে বার্তা পাঠালেও কোনো সাড়া মেলেনি।
মন্তব্য করুন