
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ঢাকা মোটর শোতে হুন্দাই মটরসের প্যাভিলিয়ন-সংগৃহীত
নতুন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির গাড়ি ও বাইকের বিপুল সমারোহ নিয়ে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী '১৫তম ঢাকা মোটর শো'। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ষষ্ঠ বাইক শো, পঞ্চম ঢাকা অটোপার্টস শো ও চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত এসব প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, রপ্তানিতে বাংলাদেশকে তৈরি পোশাকের বিকল্প সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে মোটর ও অটোমোটিভ শিল্পের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম বলেন, করোনার কারণে গত দুই বছর এ ধরনের প্রদর্শনী করা সম্ভব হয়নি। সারাবিশ্বে ইভেন্ট ও প্রদর্শনী খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তবে আবার আগের ধারায় ফিরছে প্রদর্শনী খাত।
প্রদর্শনীর প্লাটিনাম স্পন্সর এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ বলেন, পদ্মা সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে। এই উন্নতিতে অটোমোবাইল শিল্প একটি বড় ভূমিকা পালন করতে পারে।
প্রদর্শনীতে স্থান পেয়েছে ইউরোপীয় ব্র্যান্ডের মাসারাতি, পোরশে, ডিফেন্ডার, হুন্দাই, জিপ বাংলাদেশের র্যাংগলার, পিএইচপি অটোমোবাইলস, মিতসুবিশি, হোন্ডা, এইচ অটোস, টয়োটা ও নাভানা ব্র্যান্ডের গাড়ি এবং রানার, টিভিএস, হিরো, সুজুকিসহ কয়েকটি ব্র্যান্ডের বাইক। রয়েছে গাড়ির যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নতুন প্রযুক্তিপণ্যও। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত।
এক্সক্লুসিভ অফার নিয়ে মোটর শোতে হুন্দাই প্রদর্শনীতে হুন্দাইয়ের প্যাভিলিয়নে রয়েছে প্যালিসেড, সান্তা ফে, তুসন, ইলান্ট্রা, এসেন্ট, ক্রেটা গ্র্যান্ডের মতো লাক্সারিয়াস ও মডার্ন ফিচার সংবলিত লেটেস্ট মডেলের গাড়ি। এসব গাড়িতে ফেয়ার টেকনোলজির পক্ষ থেকে থাকছে এক্সক্লুসিভ অফার ও সারপ্রাইজ গিফট।
ফেয়ার টেকনোলজি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ড হুন্দাই গাড়ির ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশন পার্টনার। হুন্দাই বাংলাদেশ ও ফেয়ার টেকনোলজির ডিরেক্টর অ্যান্ড সিইও মুতাসসিম দায়ান বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ফেয়ার টেকনোলজি হুন্দাইয়ের সব ব্র্যান্ড নতুন সিরিজ অফার করছে। এ বছরের শেষ ভাগে গ্রাহকদের জন্য হুন্দাই ব্র্যান্ডের 'মেইড ইন বাংলাদেশ' গাড়ি আসবে।
মন্তব্য করুন