- অর্থনীতি
- ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবি ক্যাবের
ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবি ক্যাবের

প্রতীকী ছবি
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে শিগগিরই দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ক্রমাগতভাবে দাম কমার পরও দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে। গত তিন মাসে বিশ্ববাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ২০০ থেকে ৪৯০ ডলার কমেছে। অথচ প্রায় এক মাসের ব্যবধানে প্রতি লিটার সয়াবিনের দাম দুই দফায় মোট ৪৫ টাকা বাড়িয়েছেন দেশের ব্যবসায়ীরা।
বিবৃতিতে ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, চলতি বছরের মার্চে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়ে গেলে পণ্যটি আমদানিতে ভ্যাট প্রত্যাহার ছাড়াও সরকার থেকে নানা সুবিধা দেওয়া হয়। সুবিধা নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি আমদানি করেছেন মিল মালিক ও ব্যবসায়ীরা। ওই তেল দেশের বাজারে এলে দাম কমার কথা ছিল। কিন্তু তা হয়নি। উল্টো বাড়ানো হয়েছে। রোজার ঈদের পর ৫ মে ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণ করা হয়। ওই সময়ে বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৩৮ টাকা বাড়ানো হয়। এরপর ৯ জুন কোনো কারণ ছাড়াই বাড়ানো হয় আরও পাঁচ থেকে সাত টাকা।
তিনি বলেন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দাম বাড়ানোর বিষয়ে যতটা আগ্রহী, দাম কমাতে ততটা আগ্রহী না হওয়ায় ভোজ্যতেলের বাজারে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববাজারে দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের বাজারে তেলের দাম বাড়িয়ে দেন আমদানিকারকরা। কিন্তু আন্তর্জাতিক বাজারে কমলে দীর্ঘদিনেও অভ্যন্তরীণ বাজারে পণ্যটির দাম সমন্বয় হয় না, যা খুবই দুঃখজনক। এ ক্ষেত্রে নানা অজুহাত দেখান ব্যবসায়ীরা।
মন্তব্য করুন