গত একদিনে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪০ জন। 

মারা যাওয়া দুই জনই ঢাকার বাসিন্দা। এর মধ্যে একজন নারী, একজন পুরুষ।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১০ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ৬৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জনে। 

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৬৬ শতাংশ।

গত একদিনে সুস্থ হয়েছেন ১৬৯ জন।