ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদীতীরের ভাসমান পর্যটন স্পট ছৈলারচর। স্থানটি অত্যন্ত সুন্দর ও মনোরম। সে সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে মাসব্যাপী বৃক্ষরোপণ, পাখির বাসা বাঁধা ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে সুহৃদ সমাবেশসহ আরও কয়েকটি সংগঠন। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ আয়োজনের যাত্রা শুরু হয়। মাসব্যাপী এ কার্যক্রমে অংশ নিচ্ছেন সুহৃদসহ অন্য সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
৬ জুন সোমবার দিনভর প্রথম দফায় অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন সুহৃদ নির্বাহী সদস্য, স্থানীয় নেতা শাখাওয়াত হোসেন অপু, সাংবাদিক ও আলোকচিত্রী দেবদাস মজুমদার, সুহৃদ, দি-হাঙ্গার প্রজেক্ট ও পিস অ্যাম্বাসাডর নেটওয়ার্ক বরিশালের সমন্বয়কারী সাংবাদিক ফারুক হোসেন খান, আলোকচিত্রী আরিফুর রহমান, সুহৃদ নারীবিষয়ক সম্পাদক ইসরাত জাহান রুমা, জেলা ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম সাদ্দাম, সুহৃদ সমাবেশ সদস্য সিয়াম হোসেন, মাহিম হোসেন, রাকিব হোসেন, মাসুম জমাদ্দার, সুমন আহম্মেদ প্রমুখ।
এ সময় মাসব্যাপী পরিবেশ সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ছৈলারচরে বকুল, কাঁঠাল, তেঁতুল, আমলকী, জাম ও আতাগাছের চারা রোপণ করা হয়। এ ছাড়া পর্যটন কেন্দ্র এবং কেন্দ্রের আশপাশের বৃক্ষশাখে স্বেচ্ছাসেবকরা পাখির বাসা স্থাপন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, উপকূলের পরিবেশ সুরক্ষায় সুহৃদ সমাবেশসহ কয়েকটি সংগঠন মিলে মাসব্যাপী এ পরিবেশ কর্মসূচি একটি মহতী উদ্যোগ। এতে অন্যরা পরিবেশ বিষয়ে সচেতন ও নতুন কার্যক্রম গ্রহণে উদ্যোগী হবেন বলে আশা করছি।
নারীবিষয়ক সম্পাদক, সুহৃদ সমাবেশ, কাঁঠালিয়া, ঝালকাঠি