
ছবি: ফাইল
বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক জোহরা ওয়াহিদা রহমান সম্পর্কে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান আলী অশালীন মন্তব্য করেছেন- এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন মহিলা কলেজের শিক্ষকরা। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ মো. শাহজাহান আলী। সেই সঙ্গে অভিযোগকারীদের বিরুদ্ধেই পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
অধ্যক্ষকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে গত সোমবার বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ শিক্ষক পরিষদের বৈঠকে নিন্দা প্রস্তাব গ্রহণের পাশাপাশি শাহজাহান আলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের বিষয়টি এরই মধ্যে বগুড়ার সব সরকারি কলেজের শিক্ষক পরিষদকে জানানো হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক জোহরা ওয়াহিদা রহমান জানান, তিনি মহিলা কলেজের উন্নয়নমূলক একাধিক প্রকল্প বাস্তবায়ন করায় সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রতিহিংসা শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুন বিসিএস সাধারণ সমিতির সভায় সংগঠনের বগুড়া জেলা কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে কথা বলার এক পর্যায়ে প্রফেসর মো. শাহজাহান আলী তাঁর দিকে তেড়ে যান।
এ ছাড়া, গত ২৫ জুন সরকারি আজিজুল হক কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে ওই কলেজেরই কয়েকজন নারী শিক্ষক অধ্যক্ষ মো. শাহজাহান আলীর সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি নারীদের সঙ্গে ছবি তোলেন না বলে তাচ্ছিল্য করেন। এ সময় ওই শিক্ষকদের কাছে তাঁর প্রসঙ্গে কটূক্তি করেন।
সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক, সহযোগী অধ্যাপক দেবদুলাল দাস বলেন, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ যা বলেছেন, সেসব প্রমাণ তাঁদের কাছে রয়েছে।
এ বিষয়ে অধ্যাপক মো. শাহজাহান আলীকে বুধবার একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে তিনি এক সাংবাদিকের কাছে এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। একই সঙ্গে উল্টো অভিযোগকারীদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান।
মন্তব্য করুন