- অর্থনীতি
- আফগানিস্তানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান হিনা রব্বানির
আফগানিস্তানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান হিনা রব্বানির

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি
তালেবান সরকারের অধীনে আফগানিস্তানের ওপর আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার বলেছেন, আফগান অর্থনীতির মৌলিক কর্মকাণ্ডকে কোনোভাবেই বিপদে পড়তে দেওয়া যাবে না।
পশ্চিমা সেনা প্রত্যাহারের পর গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপরই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের উন্নয়ন ও নিরাপত্তা সহায়তা সীমিত করে। এ ছাড়া দেশটির ব্যাংকিং খাতের ওপর আরোপ করা হয় কঠোর নিষেধাজ্ঞা।
বৃহস্পতিবার জার্মানির ওয়েল্ট সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাৎকারে হিনা বলেন, আর্থিকভাবে আফগানিস্তানকে বিচ্ছিন্ন করে ফেলায় দেশটি অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। আমাদের দুর্ভিক্ষে প্ররোচনা দেওয়া উচিত হবে না। খবর ডনের।
মন্তব্য করুন