- অর্থনীতি
- দরপতনে সপ্তাহের লেনদেন শুরু
দরপতনে সপ্তাহের লেনদেন শুরু

প্রতীকী ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দরপতন দিয়ে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। প্রধান শেয়ারবাজার ডিএসইতে তথ্যপ্রযুক্তি, সেবা ও নির্মাণ ছাড়া বাকি প্রায় সব খাতের বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এর মধ্যে ব্যাংক, জ্বালানি ও বিদ্যুৎ, প্রকৌশল, বস্ত্র এবং সিরামিক খাতের অধিকাংশ শেয়ার দর হারিয়েছে।
ঈদুল আজহার আগে সাধারণত চামড়া ও চামড়াজাত পণ্য খাতের শেয়ারদর বাড়ে। কিন্তু এবার ঈদের আগের সপ্তাহের প্রথম কার্যদিবসে এ খাতে মিশ্র ধারা দেখা গেছে। এ খাতের ছয় কোম্পানির মধ্যে তিনটির দর বেড়েছে ও কমেছে। সামান্য দর বেড়েছে এপেক্স ফুটওয়্যার, লিগ্যাসি ফুটওয়্যার এবং সমতা লেদারের। কিন্তু এপেক্স ট্যানারি, বাটা শু এবং ফরচুন শুজ দর হারিয়েছে। এর মধ্যে বাটা ও ফরচুন শুজের শেয়ার সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে কেনাবেচা হয়।
গতকাল ডিএসইতে ৩৮২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২০টির দর বেড়েছে, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৩টির। বেশিরভাগ শেয়ারের দর কমার কারণে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট হারিয়ে ৬৩৫৯ পয়েন্টে নেমেছে।
সার্বিকভাবে নিম্নমুখী প্রবণতার মধ্যে মোবাইল অপারেটর রবির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়। গত বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ১০ পয়সা দরে কেনাবেচা হয়েছিল। গতকাল তা বেড়ে ৩৩ টাকা ১০ পয়সায় উন্নীত হয়েছে। এদিকে নতুন তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স আগের মতোই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। এ নিয়ে টানা ১৮তম কার্যদিবসে শেয়ারটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে।
গতকাল ডিএসইতে ৬৫৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ব্লক মার্কেটেই ৬৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। যেখানে বৃহস্পতিবার এ বাজারে ৯৩৭ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল।
মন্তব্য করুন