- অর্থনীতি
- জাবের অ্যান্ড জুবায়েরের ফেব্রিক্স মেলা শেষ হচ্ছে আজ
জাবের অ্যান্ড জুবায়েরের ফেব্রিক্স মেলা শেষ হচ্ছে আজ

জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স ২০২৩-২৪ সালের শীত ও শরৎকালের আন্তর্জাতিক কাপড়ের বাজারের জন্য ফেব্রিক্স মেলার আয়োজন করেছে। ১৭ জুলাই থেকে শুরু হওয়া মেলা চলবে আজ শুক্রবার পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০১৭ সাল থেকে বছরে দু'বার জাবের অ্যান্ড জুবায়ের আন্তর্জাতিক কাপড়ের মেলার আয়োজন করে আসছে। একটি হয় গ্রীষ্ম ও বসন্তকালের আন্তর্জাতিক বাজার লক্ষ্য রেখে, অন্যটি শীত ও শরৎকালের বাজার ঘিরে।
এবারের মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে- পাট থেকে তৈরি কাপড়, কলাগাছের কাণ্ড থেকে প্রক্রিয়াজাত করে বানানো সুতায় তৈরি কাপড়, নাইলন ফাইবার, সামুদ্রিক উদ্ভিদ থেকে তৈরি কাপড়, টেক্সটাইল বর্জ্য থেকে তৈরি লায়োসেল ইত্যাদি।
ইউরোপ ও আমেরিকার প্রধান সব ব্র্যান্ড ও রিটেইলাররা মেলায় আসছেন।
উল্লেখ্য, জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স ২০০৭-০৮ থেকে টানা বারো দেশের সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে। এটি নোমান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।
বিষয় : ফেব্রিক্স মেলা
মন্তব্য করুন