- অর্থনীতি
- হা-মীম গ্রুপে টেকসই অর্থায়ন করছে এইচএসবিসি
চুক্তি সই
হা-মীম গ্রুপে টেকসই অর্থায়ন করছে এইচএসবিসি

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে হা-মীম গ্রুপের প্রধান কার্যালয়ে এইচএসবিসি বাংলাদেশের সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষর করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ এবং এইচএসবিসি বাংলাদেশের হোলসেল ব্যাংকিংয়ের প্রধান কেভিন গ্রিন। এ সময় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, ছবি: সমকাল
টেকসই অর্থায়ন নিয়ে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপের সঙ্গে চুক্তি করেছে এইচএসবিসি বাংলাদেশ। পানির পুনর্ব্যবহার এবং বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানোসহ পরিবেশবান্ধব উৎপাদনে উৎসাহিত করতে 'সাসটেইনেবিলিটি লিঙ্কড' ঋণ দেবে এইচএসবিসি। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে হা-মীম গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ এবং এইচএসবিসি বাংলাদেশের হোলসেল ব্যাংকিংয়ের প্রধান কেভিন গ্রিন চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, হা-মীম গ্রুপকে বাংলাদেশের বৃহত্তম 'সাসটেইনেবিলিটি লিঙ্কড' অর্থায়ন করছে এইচএসবিসি। ইতোমধ্যে হা-মীম গ্রুপের কারখানার কর্মপরিবেশ উন্নত এবং বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানোর নেওয়া হয়েছে। এ অর্থায়নের মাধ্যমে গ্রুপের কারখানাগুলো আরও পরিবেশবান্ধব হবে। পানির পুনরায় ব্যবহারের জন্য আলাদা রিজার্ভ ট্যাঙ্ক স্থাপন এবং বিদ্যুৎ ও জ্বালানি খরচ আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে এ. কে. আজাদ বলেন, কারখানার কর্মপরিবেশ টেকসই করা এখন অনেক প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে কারখানায় বিদ্যুৎ ও গ্যাসের ব্যয় কমে। এ বিষয়ে হা-মীম গ্রুপ ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এইচএসবিসির অর্থায়নের মাধ্যমে কারখানার কর্মপরিবেশ আরও উন্নত ও পরিবেশবান্ধব হবে।
অনুষ্ঠানে উপস্থিত হাফিজ আহমদ মজুমদার এমপি বলেন, টেকসই ও পরিবেশবান্ধব অর্থায়ন সবার জন্য ভালো। যে কোনো কারখানা পরিবেশসম্মত হলে সবাই লাভবান হবেন।
এইচএসবিসি ব্যাংকের হেড অব হোলসেল ব্যাংকিং কেভিন গ্রিন বলেন, 'যে কোনো প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে সাসটেইনেবিলিটিকে গুরুত্ব দেয় এইচএসবিসি। দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপকে অর্থায়ন করতে পেরে আমরা আনন্দিত।'
হা-মীম গ্রুপের গ্রুপ ডিএমডি লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেলোয়ার হোসেন বলেন, 'টেকসই অর্থায়নের আওতায় পানির পুনর্ব্যবহার, বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানোর উদ্যোগসহ বিভিন্নভাবে আমাদের কর্মপরিবেশ উন্নত করছি। এইচএসবিসি সঙ্গে যুক্ত হওয়ায় এটা আরও বেগবান হবে।'
মন্তব্য করুন