বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ কমওয়ার্ড: এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন, শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে একটি গালা ইভেন্টের মাধ্যমে তার ১১ম সংস্করণে বাংলাদেশের সেরা ক্রিয়েটিভ ক্যাম্পেইন গুলোকে সম্মাননা প্রদান করেছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি দ্য ডেইলি স্টার এর উদ্যোগে এবং কানস লায়নস এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। 

কমিউনিকেশন এবং মার্কেটিংয়ে কর্মরত প্রায় ৭০০ জনের মধ্যে ২৪ টি বিভাগের অধীনে-ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, এবং গ্র্যান্ড প্রিক্স এই চার র‍্যাঙ্ককে সেরা বিজ্ঞাপন গুলোকে পুরস্কৃত করা হয়। 

এ বছর পুরস্কারের জন্য ১৩৩১ টিরও বেশি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে ৪০% মনোনয়ন বাছাই করা হয় এবং ১৯৩টি মনোনয়ন চূড়ান্ত বিজয়ী হিসাবে নির্বাচিত হয়। বাছাই পর্ব গুলো ১৩৬ জন অভিজ্ঞ জুরি প্রাথমিকভাবে ১২টি শর্টলিস্টিং জুরি প্যানেলে এবং পরবর্তীতে ৭টি গ্র্যান্ড জুরি প্যানেলে বিভক্ত হয়ে সম্পাদন করেন৷ বিজয়ী ক্যাম্পেইনগুলোর যথাযথ অবস্থান নিশ্চিত করতে ৭ জন জুরি সভাপতি অধিকতর যাচাই প্রক্রিয়া অবলম্বন করেন। 

১১তম কমওয়ার্ডে ৯টি ক্যাম্পেইন গ্র্যান্ড প্রি, ৩১টি গোল্ড, ৫৯টি সিলভার এবং ৯৩টি ব্রোঞ্জ সম্মাননা অর্জন করে। 

কমওয়ার্ড ২০২২ এর গালা অনুষ্ঠানে ৩টি বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরন্তন কণ্ঠকে দৃশ্যমান করার জন্য এবং বাংলাদেশের সৃজনশীল শিল্পকে বিশ্ব পরিমণ্ডলে নিয়ে যাওয়ার জন্য গ্রে গ্রুপ বাংলাদেশকে ২টি বিশেষ সম্মাননা পেয়েছে। মিডিয়াকম লিমিটেড একটি উল্লেখযোগ্য রজত জয়ন্তী সম্পন্ন করার জন্য এবং যুগান্তকারী ক্রিয়েটিভ কাজ নিরলসভাবে পরিবেশন করার জন্য ১টি বিশেষ সম্মাননা অর্জন করেছে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং প্রতিষ্ঠাতা বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের ভিজ্যুয়াল আর্টিস্ট ডিরেক্টর নাজিয়া আন্দালিব প্রিমা বলেন, 'গত এক বছরে আমরা যতটা স্পষ্টভাবে কার্যকর কমিউনিকেশনের প্রয়োজনীয়তা অনুভব করেছি সেটা আগে কখনোই করিনি। পরবর্তীতে আমরা যতগুলো ধাপ অতিক্রম করেছি কার্যকর যোগাযোগের প্রয়োজনীয়তা ততোটাই বেড়েছে আসন্ন কঠিন সময়ে আমাদের বেঁচে থাকার জন্য।' 

৭টি ভিন্ন ভিন্ন ট্র্যাকের অধীনে এবারের কমওয়ার্ডে জুরি সভাপতির ভূমিকা পালন করেন-তৌফিক মাহমুদ, এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর, মিডিয়াকম লি.; সালাহউদ্দিন শাহেদ, চিফ অপারেটিং অফিসার, এফসিবি বিটোপি; আকরাম হোসেন, গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর, গ্রে গ্রুপ বাংলাদেশ; আকরাম হোসেন, গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর, গ্রে গ্রুপ বাংলাদেশ; হাসিব হাসান চৌধুরী, সিনিয়র গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর, অ্যাডকম লি.; ফারুক শামস, চিফ স্ট্র্যাটেজি অফিসার, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লি./এশিয়াটিক থ্রি সিক্সটি; তুসনুভা আহমেদ টিনা, নির্বাহী পরিচালক, মাইন্ডশেয়ার; এবং রাসেল মাহমুদ, এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর, এক্স।

১১তম কমওয়ার্ডের আগে একইদিনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালনায় 'ক্রিয়েটিভিটি ইন চ্যালেঞ্জিং টাইমস' থিমের অধীনে ১১তম কমিউনিকেশন সামিট অনুষ্ঠিত হয়। এই বছরের কমিউনিকেশন সামিটে ৫০০ জনেরও অধিক পেশাদার ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। সম্মেলনটিতে ৪টি কিনোট সেশন, ৫টি প্যানেল ডিসকাশন, ১টি কনভারসেশন এবং ২টি কেস স্টাডি উপস্থাপনা করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বক্তারা সম্মেলনটিতে যোগদান করে তাদের অভিজ্ঞতা এবং কমিউনিকেশন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে   আলোচনা করেন। এছাড়াও স্থানীয় বিশেষজ্ঞরাও সম্মেলনটিতে উপস্থিত থেকে নানা প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করে। 

সম্মেলনের মূল বক্তারা ছিলেন-টে গুয়ান হিন, গ্রুপ চেয়ারম্যান, বিবিডিও, সিঙ্গাপুর; সুমন্ত চট্টোপাধ্যায়, চেয়ারম্যান এন্ড চিফ ক্রিয়েটিভ অফিসার, 82.5 কমিউনিকেশনস, ওগিলভি গ্রুপ; সৈয়দ গাউসুল আলম শাওন, ম্যানেজিং ডিরেক্টর এন্ড কান্ট্রি হেড, গ্রে গ্রুপ বাংলাদেশ এবং ডেভ ম্যাককগান, ঠট লিডার এন্ড স্টোরিটেলার, বিবিলিওসেক্সুয়াল; কো-ফাউন্ডার মার্কেটিং ফিউচারস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন-সারাহ আলী, ম্যানেজিং ডিরেক্টর, এফসিবি-বিটোপি; নাজিম ফারহান চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, অ্যাডকম লিমিটেড; ইরেশ যাকের, ম্যানেজিং ডিরেক্টর, এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লি.; অজয় কুমার কুন্ডু, সিইও, মিডিয়াকম লিমিটেড; মোঃ শাদমান সাদিকীন, মার্কেটিং ডিরেক্টর, ইউনিলিভার বাংলাদেশ লি.; নাফীস আনোয়ার চৌধুরী, ডিরেক্টর, মার্কেটিং, গ্রামীণফোন লি.; শাম্মী রুবায়েত করিম, হেড অব কমিউনিকেশনস অ্যান্ড মার্কেটিং সার্ভিস, নেসলে বাংলাদেশ লি.; অ্যালেন এবেনেজার এরিক, মার্কেটিং ডিরেক্টর, ম্যারিকো বাংলাদেশ লি.; আশরাফ বিন তাজ, বোর্ড মেম্বার, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ; ম্যানেজিং ডিরেক্টর, আইডিসি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড; সারা যাকের, কো-চেয়ারপারসন, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড, এশিয়াটিক থ্রি সিক্সটি; গীতিয়ারা সাফিয়া চৌধুরী, চেয়ারপারসন, অ্যাডকম লিমিটেড; ত্রপা মজুমদার, ডিরেক্টর, এক্সপ্রেশনস লি.; রাশিকা ওসমান, হেড অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, অ্যাডকম লি.; আয়েশা ফারজানা, ভিপি, ক্লায়েন্ট সার্ভিস, গ্রে গ্রুপ বাংলাদেশ; শারমিন রহমান, হেড অব কর্পোরেট ব্র্যান্ড অ্যান্ড এনগেজমেন্ট, গ্রামীণফোন লি.; তানজিলা বাহার চৌধুরী, ডিরেক্টর, ব্র্যান্ড কমিউনিকেশন, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড, এশিয়াটিক থ্রি সিক্সটি; নাজিয়া আন্দালিব প্রিমা, ভিজ্যুয়াল আর্টিস্ট, ডিরেক্টর ও ক্রিয়েটিভ এডিটর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম; প্রতিষ্ঠাতা বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম; প্রেসিডেন্ট, উইমেন ইন লিডারশিপ; জাকিয়া জেরিন, সিনিয়র ম্যানেজার, মার্কেটিং কমিউনিকেশন অ্যান্ড এনগেজমেন্ট, নেসলে বাংলাদেশ লি.; ইশরাক ঢালী, ডিরেক্টর, অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিসিং, ম্যাগনিটো ডিজিটাল; মোঃ কামরুল হাসান, বিজনেস ডিরেক্টর, এসিআই লিমিটেড; সালাহউদ্দিন শাহেদ, চিফ অপারেটিং অফিসার, এফসিবি বিটোপি; রাসেল মাহমুদ, এক্সিকিউটিভ, ক্রিয়েটিভ ডিরেক্টর, এক্স; দ্রাবির আলম, চিফ অপারেটিং অফিসার এন্ড ডিরেক্টর, এক্স; নুসরাত জাহান, মার্কেটিং ডিরেক্টর, রেকিট বাংলাদেশ; কাজী মহিউদ্দিন, সিনিয়র জেনারেল ম্যানেজার, ব্র্যান্ড, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ; খন্দকার শামীম রহমান, জেনারেল ম্যানেজার, হেড অব মার্কেটিং, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড; রিসালাত সিদ্দিক, চেয়ারম্যান, দ্য ম্যান অব স্টিল, অ্যানালাইজেন বাংলাদেশ লি.; রাজবীন আবীর, মার্কেটিং লিড, বাংলাদেশ, দ্য কোকা-কোলা কোম্পানি এবং তুসনুভা আহমেদ টিনা, এক্সিকিউটিভ ডিরেক্টর, মাইন্ডশেয়ার। 

কমওয়ার্ড বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ। এই আয়োজনের সহযোগিতায়  ছিলো দ্য ডেইলি স্টার এবং কানস লায়নস। বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম (বিসিএফ) এবং রোরিং লায়ন্স এই আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার। ইভেন্টের নলেজ পার্টনার-মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ, ক্রিয়েটিভ পার্টনার-প্রিমা আর্টে ফাউন্ডেশন, টেকনোলজি পার্টনার–আমরা টেকনোলজিস লিমিটেড, হসপিটালিটি পার্টনার-শেরাটন ঢাকা, অনলাইন মিডিয়া পার্টনার-চ্যানেল আই অনলাইন এবং পিআর পার্টনার - ব্যাকপেজ পিআর। সংবাদ বিজ্ঞপ্তি।