ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

শ্রম আইন সংশোধনের জন্য ওয়ার্কিং কমিটি পুনর্গঠন

শ্রম আইন সংশোধনের জন্য ওয়ার্কিং কমিটি পুনর্গঠন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২ | ২২:০৬ | আপডেট: ১৬ আগস্ট ২০২২ | ২২:০৬

বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৮) সংশোধনের জন্য সরকার, মালিক ও শ্রমিকদের নিয়ে গঠিত ওয়ার্কিং কমিটি পুনর্গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

পুনর্গঠিত কমিটি শ্রম আইন সংশোধনের লক্ষ্যে সংশ্নিষ্ট পক্ষগুলোর (স্টেকহোল্ডার) থেকে যেসব প্রস্তাব পাওয়া যাবে, সেগুলো পর্যালোচনা করে প্রতিবেদন আকারে মূল কমিটির কাছে উপস্থাপন করবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

১৪ আগস্ট গঠিত এই কমিটির সদস্য ১২ জন। এর প্রধান বা আহ্বায়ক করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিবকে।

আরও পড়ুন

×