বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন সাবেক সচিব লোকমান হোসেন মিয়া। তিনি মো. সিরাজুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিডায় যোগ দেওয়ার আগে লোকমান হোসেন মিয়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন), ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি জনপ্রশাসন পদক-২০১৯ অর্জন করেন। তিনি চলতি বছরের ১৪ জুন সরকারি চাকরি থেকে অবসর নেন। গত ২৩ আগস্ট সরকার তাঁর অবসরোত্তর ছুটি বাতিল করে বিডার পরবর্তী নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

গতকাল তিনি যোগ দেন। আগামী তিন বছর মেয়াদে তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় এ পদে দায়িত্ব পালন করবেন।