- অর্থনীতি
- নিরাপদ খাদ্য বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে নিউজিল্যান্ড
নিরাপদ খাদ্য বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে নিউজিল্যান্ড

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পতাকা
নিরাপদ খাদ্য নিয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একসঙ্গে কাজ করবে। এ লক্ষ্যে দু'দেশের মধ্যে এরই মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। গতকাল মঙ্গলবার ভারতে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইনের সঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনার শুরুতে বিএফএসএ চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার পারস্পরিক সহযোগিতার ব্যাপারে আলোকপাত করেন।
তিনি বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং দেশের চাহিদা মিটিয়ে এখন এ দেশের খাদ্য বিদেশে রপ্তানি হচ্ছে। নিউজিল্যান্ড বাংলাদেশে অনেক কিছুই রপ্তানি করছে এবং তার ভেতরে ডেইরি পণ্য অন্যতম। দুই দেশকে এখন খাদ্যপণ্যের গুণগত মান নিয়ে কাজ করতে হবে। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করলে ভালো মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত সম্ভব।
ডেভিড পাইন শুরুতেই সবাইকে ধন্যবাদ দেন এবং নিরাপদ খাদ্যের বিভিন্ন দিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে মত দেন।
বিএফএসএ সদস্য রেজাউল করিম জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও মিনিস্ট্রি ফর প্রাইমারি ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ডের মধ্যে এরই মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আরেক সদস্য মঞ্জুর মোর্শেদ আহমেদ নিরাপদ খাদ্য ও খাদ্য ব্যবসা নিয়ে বক্তব্য দেন। আইন কর্মকর্তা শেখ মো. ফেরদৌস আরাফাত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাজের ওপর একটি উপস্থাপনা দেন। বাংলাদেশে নিউজিল্যান্ড কনস্যুলেটের কনসাল নিয়াজ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন