বৈশ্বিক অর্থনৈতিক মন্দার উদ্বেগের মধ্যে ধীরে ধীরে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। চলতি বছরের জানুয়ারির পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলারের নিচে নেমেছে। যা গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন দামের রেকর্ড।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম এক শতাংশ বা ব্যারেলপ্রতি ৮২ সেন্ট কমে ৮৫ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। তবে লেনদেনের একপর্যায়ে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫১ ডলারে নেমে গিয়েছিল, যা গত ১৪ জানুয়ারির পর থেকে সর্বনিম্ন।

এদিন যুক্তরাষ্ট্রের তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও কমেছে। উপরোক্ত সময়ে ডব্লিউটিআই’র দাম শূন্য দশমিক ৯ শতাংশ বা ৭৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭৮ ডলার ছিল। তবে লেনদেনের একপর্যায়ে এর দাম ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ২১ ডলারে নেমে গিয়েছিল, যা গত ৬ জানুয়ারির পর থেকে সর্বনিম্ন।

ইউক্রেন-রাশিয়া সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম মাত্রাতিরিক্ত হারে বাড়তে থাকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানির দাম নিম্নমুখী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী সুদের হার বেড়েছে। এতে বৈশ্বিক মন্দার ঝুঁকিও বেড়েছে। এ কারণে তেলের চাহিদা কমেছে। এর সঙ্গে যোগ হয়েছে মার্কিন ডলারের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রভাব। এতে অনেক দেশের জ্বালানি ক্রয়ক্ষমতা কমেছে। এর ফলে তেলের দাম কমছে।

এর আগে শুক্রবার তেলের দাম একদিনে প্রায় পাঁচ শতাংশ কমে আট মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছায়। সেসময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৪ দশমিক ৮ শতাংশ বা ব্যারেলপ্রতি ৪ দশমিক ৩১ ডলার কমে ৮৬ দশমিক ১৫ ডলার দাঁড়ায়।

এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও ৪ দশমিক ৮ শতাংশ বা ব্যারেলপ্রতি ৪ দশমিক ৭৫ ডলার কমে ৭৮ দশমিক ৭৪ ডলারে দাঁড়ায়।