দেশবন্ধু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশবন্ধু সুগার মিলস লিমিটেড এর আইপিওর জন্য ইস্যু ম্যানেজার এবং কর্পোরেট উপদেষ্টা হিসাবে কাজ করার জন্য দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক সিটি ব্যাংক ক্যাপিটালকে নিযুক্ত করেছে। 

সিটি ব্যাংক ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ হোসেন এবং দেশবন্ধু সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষর করেন। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড আট দশকেরও বেশি সময় ধরে কাজ করছে এবং দক্ষিণ এশিয়ায় চিনি শিল্পের অগ্রগামী হিসেবে বিবেচিত হচ্ছে। 

দেশবন্ধু সুগার মিলস লিমিটেড রিফাইন্ড সুগার অ্যাসোসিয়েশন (RSA), লন্ডন ফর বাংলাদেশ এর একমাত্র সদস্য। সংবাদ বিজ্ঞপ্তি