বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত অর্থবছরের মুনাফার লভ্যাংশের অংশ ৮ কোটি ৭ লাখ টাকা জমা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে প্রায় ৭ কোটি ৭০ হাজার টাকার চেক তুলে দেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুস। এ সময় ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডেরর লভ্যাংশ ৩৮ লাখ টাকার চেক তুলে দেন তিনি।

এ উপলক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমসচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সচিব রাশেদুল কাইয়ূম, কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান শামীমা আক্তার ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান এবং কোম্পানি সচিব মোহাম্মদ নাহারুল মোল্লা।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোন প্রতিষ্ঠানের নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বাধ্যকতা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২৯৩টি কোম্পানি ৭৬০ কোটি টাকা অর্থ জমা দিয়েছে তহবিলে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। এ পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিক এ তহবিল থেকে ৬৬ কোটি টাকার সহায়তা পেয়েছে।