- অর্থনীতি
- সেপ্টেম্বরে ইএফডির মাধ্যমে ভ্যাট আদায় ৩০ কোটি টাকা
সেপ্টেম্বরে ইএফডির মাধ্যমে ভ্যাট আদায় ৩০ কোটি টাকা

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস
গত সেপ্টেম্বর মাসে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের মাধ্যমে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আদায় হয়েছে ২৯ কোটি ৯৭ লাখ টাকা। দেশের পাঁচটি কমিশনারেটে (ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও চট্টগ্রাম) স্থাপিত ইএফডি ও সেলস ডাটা কন্ট্রোলারের (এসডিসি) মাধ্যমে ৩২ লাখ ২৪ হাজার চালানের বিপরীতে এ ভ্যাট আদায় করা হয়েছে। গত আগস্ট মাসের চেয়ে যা ৭ কোটি ৬৫ লাখ টাকা কম। ওই মাসে ভ্যাট এসেছিল ৩৭ কোটি ৬১ লাখ টাকা।
গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ইএফডি লটারির ড্র উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সদস্য (মূসক মূল্যায়ন ও বাস্তবায়ন) মইনুল খান এ তথ্য জানান। এ সময় এনবিআর সদস্য (ভ্যাট নিরীক্ষা) ড. সহিদুল ইসলামসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, দিন দিন ইএফডি মেশিনের জনপ্রিয়তা বাড়ছে। গত অর্থবছরের চেয়ে চলতি বছরের আগস্টে ইনভয়েসিং ও রাজস্ব আদায়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচটি কমিশনারেট মোট ৭ হাজার ৮৩২টি ইএফডি ও এসডিসি স্থাপন করেছে। ৩ লাখ মেশিন বসানো হলে দীর্ঘমেয়াদে আরও বেশি সফলতা আসবে। এজন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
গতকাল ইএফডির ২১তম লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে প্রথম পুরস্কার বিজয়ীকে ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা দেওয়া হবে। তৃতীয় পুরস্কার পাবেন পাঁচজন ২৫ হাজার টাকা করে। এ ছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে দেওয়া হবে ৯৩ জন বিজয়ীকে। সেপ্টেম্বর মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত চালানের ওপর ভিত্তি করে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।
ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডির উদ্বোধন করা হয়। প্রথমবারের মতো ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয় ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি। ভ্যাট পরিশোধে ক্রেতাদের উৎসাহিত করার জন্য প্রতি মাসে এই লটারির আয়োজন করা হচ্ছে।
মন্তব্য করুন