- অর্থনীতি
- রোটারি ক্লাব অব ঢাকা উদয়নের চতুর্থ অভিষেক
রোটারি ক্লাব অব ঢাকা উদয়নের চতুর্থ অভিষেক

রোটারি ক্লাব অব ঢাকা উদয়নের চতুর্থ অভিষেক
রোটারি ক্লাব অব ঢাকা উদয়নের চতুর্থ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ছাড়া ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাবসহ রোটারিয়ানরা উপস্থিত ছিলেন।
এম এ ওয়াহাব বলেন, রোটারিয়ানরা মানবসেবার ব্রত নিয়ে কাজ করছেন। সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে অবদান রাখছেন তাঁরা। ভিশনারি প্রেসিডেন্টরা সেবার মাধ্যমে মানুষের জীবনে কল্যাণকর পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
রোটারি ক্লাব অব ঢাকা উদয়নের প্রেসিডেন্ট রোটারিয়ান সাংবাদিক শারমীন রিনভী বলেন, মানুষের জীবন কেবল নিজের জন্য নয়, প্রত্যেকে আমরা পরের তরে। এই মহান ব্রত নিয়েই তিনি মানবকল্যাণে নিয়োজিত থেকে তাঁর ক্লাবকে নিয়ে অনেকদূর এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।
প্রোগ্রাম চেয়ার আইপিপি রোটারিয়ান তানভীর হাসনাইন সুমিত (ডিজিএম, রূপালী ব্যাংক) বলেন, রোটারি ক্লাব অব ঢাকা উদয়ন খুব অল্প সময়ের মধ্যে ক্লাবকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছে; অর্জন করেছে ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড। কভিড হিরো হয়েছেন ক্লাবের তিন সদস্য।
মন্তব্য করুন