- অর্থনীতি
- পাম তেলের দাম কমছে, বাড়ছে চিনির
পাম তেলের দাম কমছে, বাড়ছে চিনির

প্রতীকী ছবি।
পাম তেলের (সুপার) দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চিনির দাম বাড়ানো হয়েছে কেজিপ্রতি ৬ টাকা। নতুন মূল্য শিগগিরই কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধকদের সঙ্গে বৈঠকের পর সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, আলগা চিনির কেজি ৮৪ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা এবং প্যাকেটজাত চিনির কেজি ৮৯ টাকা থেকে বাড়িয়ে ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরিশোধকরা আগামীকালের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
মন্তব্য করুন