ঢাকার দিলকুশায় স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজের নতুন ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজের দিলকুশা ব্রাঞ্চে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে লেনদেন শুরু করেছে স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্নসান স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নুর মোহাম্মদ বাবু, বিজনেস কনসালটেন্ট ও সিএও এম তালুকদার এবং ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের সিইও হাসান জাবেদ চৌধুরী প্রমুখ।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নুর মোহাম্মদ বাবু বলেন, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং তাদের বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে চায় স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড।

এ সময় প্রতিষ্ঠানটির বিজনেস কনসালটেন্ড ও সিএও এম তালুকদার বলেন, স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ ব্রাঞ্চ চালু করছে নিজেদের ব্যবসায় পরিধি বাড়ানোর জন্য। তবে বিনিয়োগকারীদের স্বার্থ শতভাগ রক্ষা করতে চায় তারা। পুঁজিবাজারে গুজব ভয়াবহ হয়ে উঠেছে। আমরা বিনিয়োগকারীদের সেই গুজব থেকে রক্ষা করে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে চাই। সংবাদ বিজ্ঞপ্তি