শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৮ কোটি ৭ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

সম্প্রতি রাজধানীর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহীর হাতে চেক দুটি হস্তান্তর করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুসের নেতৃত্বে চার সদস্যদের একটি প্রতিনিধিদল। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, লিগ্যাল ডিরেক্টর অ্যান্ড কোম্পানি সেক্রেটারি এসএম রাশেদুল কাইয়ুম, প্রতিষ্ঠানটির কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর শামীমা আক্তার ও ইউনিলিভার কনজ্যুমার লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্স হেড অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ নাহারুল মোল্লা। 

এছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারও এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি