বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়। 

আগের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গত ৪ অক্টোবর অবসরে যাওয়ার পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এতদিন তিনি কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্রের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের একই আদেশে মুখপাত্রকে সার্বিক সহযোগিতার জন্য সহকারী মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক (মহাব্যবস্থাপক) মো. আনোয়ারুল ইসলাম এবং কমিউনিকেশন্স ও পাবলিকেশন্স বিভাগের পরিচালক সাঈদা খানমকে। আনোয়ারুল ইসলাম আগ থেকেই সহকারী মুখপাত্রের দায়িত্বে ছিলেন।

নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পাওয়া আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি এডুকেশনে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি গভর্নর সচিবালয়, গবেষণা, মনিটারি পলিসি এবং কমিউনিকেশন্স ও পাবলিকেশন্স বিভাগে দায়িত্ব পালন করেছেন।