- অর্থনীতি
- এনবিএলে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব নাকচ
এনবিএলে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব নাকচ

সিকদার ইন্স্যুরেন্সের প্রতিনিধি হিসেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে (এনবিএল) পরিচালক হিসেবে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সফিকুর রহমান। এখন একই প্রতিষ্ঠানের পক্ষে আরেকজনকে পরিচালক নিয়োগের প্রস্তাব করেছে ব্যাংক। তিনি প্রয়াত আইনজীবী বাসেত মজুমদারের ছেলে মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। তবে একজন থাকা অবস্থায় একই প্রতিষ্ঠানের পক্ষে আরেকজনকে পরিচালক নিয়োগের প্রস্তাব নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সম্প্রতি ব্যাংকটিতে পাঠানো বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, পরিচালনা পর্ষদে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি হিসেবে সফিকুর রহমান পরিচালক নিযুক্ত আছেন। কোম্পানি আইনের ৮৬ ধারার বিধান অনুযায়ী, একজন থাকা অবস্থায় একই কোম্পানির পক্ষে অপর প্রতিনিধি হিসেবে মোহাম্মদ সাঈদ আহমেদ রাজাকে পরিচালক নিয়োগ অনুমোদনের সুযোগ নেই।
ন্যাশনাল ব্যাংক পরিচালিত হচ্ছে মূলত প্রয়াত জয়নুল হক সিকদার পরিবারের কর্তৃত্বে। বর্তমানে ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৯ সদস্যের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের স্ত্রী মনোয়ারা সিকদার। পরিচালক হিসেবে আছেন তাঁর মেয়ে সংসদ সদস্য পারভীন হক সিকদার, ছেলে রিক হক সিকদার ও রন হক সিকদার। সিকদার ইন্স্যুরেন্সের প্রতিনিধির বাইরে দু'জন রয়েছেন স্বতন্ত্র পরিচালক; দু'জন বাইরের।
ব্যাংকটি থেকে নানা অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ বের করে নেওয়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যে ১০টি ব্যাংককে দুর্বল হিসেবে চিহ্নিত করে আলাদাভাবে তদারকির সিদ্ধান্ত নিয়েছে, সে তালিকায় রয়েছে ন্যাশনাল। গত জুন পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ঠেকেছে ৯ হাজার ৩০৪ কোটি টাকা। মোট ঋণের যা ২৩ দশমিক ২৪ শতাংশ। অথচ বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের গড় হার মাত্র ৬ শতাংশ। ন্যাশনাল ব্যাংকের প্রভিশন ঘাটতি ৭ হাজার ১১৬ কোটি টাকা। আর মূলধন ঘাটতি ৩০০ কোটি টাকা। ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নয়নে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক একটি সমঝোতা স্মারক সই করেছে।
মন্তব্য করুন