- অর্থনীতি
- বৈশ্বিক সংকট মোকাবিলায় পিপিপির বিকল্প নেই
সেমিনারে সালমান এফ রহমান
বৈশ্বিক সংকট মোকাবিলায় পিপিপির বিকল্প নেই

সালমান এফ রহমান (ফাইল ছবি)
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট, দেশের রিজার্ভ ও বাজেট সীমাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) প্রকল্প নেওয়া ছাড়া উপায় নেই। তাই পিপিপির উন্নয়নে প্রয়োজনে আইনে পরিবর্তন আনা হবে।
গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিসিআই আয়োজিত 'ভিশন-২০৪১ অর্জনে পিপিপির ভূমিকা' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমান বলেন, পিপিপির আওতায় বর্তমানে ৭৬টি প্রকল্প রয়েছে। এর মধ্যে একটির কাজ শেষ হয়েছে। জাপানের সঙ্গে তিন থেকে চারটির কাজ চলমান। কোরিয়ার সঙ্গেও তিন থেকে চারটির কাজ চলছে। প্রকল্পগুলো শেষ হলে এর সুফল মিলবে।
বিদ্যুৎ খাতে পিপিপি সফল হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন ছিল ৪ হাজার ৫০০ মেগাওয়াট। বেসরকারি খাতকে সম্পৃক্ত করায় এখন সেখান থেকে মোট ৫৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
ঋণখেলাপি দেশের বড় সমস্যা উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, কেউ যদি বেশি ঋণখেলাপি হয় তবে তাকে এক্সিটওয়ে দিতে হবে। ব্যক্তিকে শাস্তির আওতায় এনে কোম্পানিকে বাঁচিয়ে রাখতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি নাসের এজাজ বিজয়। সেমিনারে আরও বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ প্রমুখ।
মন্তব্য করুন