সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে নিজেদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। গ্রাহক, পৃষ্ঠপোষক, এমটিবির কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিজেদের আস্থার বিশ্বস্ত পথচলার ২৩ বছর পূর্তি উপলক্ষে '২৩ বছরের আস্থার সম্পর্ক' প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গতকাল রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে এমটিবি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, গত ২৩ বছরে দেশের ব্যাংকিং খাতে এমটিবি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এমটিবি এখন বিশ্বাস ও আস্থার অপর নাম। এখন মানুষ অনেক বেশি ডিজিটাল হয়ে যাচ্ছে। এ জন্য তাঁদের পক্ষ থেকে ব্যাংক ব্যবসাকেও ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে আলাদা ডিজিটাল ব্যাংকিং বিভাগ গড়ে তোলা হয়েছে এবং নিজস্ব প্রোগ্রামার নিয়োগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ আইসিসি, গৌতম প্রসাদ দাস, উপব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো রেইস উদ্দীন।
সম্প্রতি রাজধানীর এমটিবি সেন্টারে কেক কেটে ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।