- অর্থনীতি
- রপ্তানি বিল নগদায়নে ডলারের দর বাড়ল
রপ্তানি বিল নগদায়নে ডলারের দর বাড়ল

প্রতীকী ছবি
রপ্তানি বিল নগদায়নে ডলারের দর আরও ৫০ পয়সা বাড়িয়ে ১০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। আজ সোমবার থেকে নতুন এ দর কার্যকর হবে। রেমিট্যান্সে ডলারের দর ১০৭ টাকায় অপরিবর্তিত থাকবে। তবে প্রবাসী আয় পাঠাতে কোনো চার্জ নেবে না ব্যাংকগুলো। এ ছাড়া শ্রমিকদের সুবিধা বিবেচনায় দেশের বাইরে সাপ্তাহিক ছুটির দিন ব্যাংকগুলো নিজস্ব এক্সচেঞ্জ হাউস খোলা রাখতে পারবে।
গতকাল বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা ও প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির যৌথ সভায় এমন সিদ্ধান্ত হয়। রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে সোনালী ব্যাংকের এমডি ও বাফেদার চেয়ারম্যান আফজাল করিম সাংবাদিকদের জানান, ব্যাংকগুলো এখন থেকে রেমিট্যান্স পাঠাতে কোনো চার্জ নেবে না। এ ছাড়া প্রবাসীদের সুবিধা বিবেচনায় ছুটির দিনেও ব্যাংকের নিজস্ব এক্সচেঞ্জ হাউস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় গত ১১ সেপ্টেম্বর সব ব্যাংকে ডলারের অভিন্ন দর নির্ধারণ করা হয়। প্রথমে রেমিট্যান্সে ১০৮ ও রপ্তানিতে ৯৯ টাকা নির্ধারণ করা হয়। দুইয়ের মধ্যে পার্থক্য কমাতে দুই দফায় রেমিট্যান্সে এক টাকা কমানো হয়েছে। আর রপ্তানিতে এক টাকা বাড়ানো হয়েছে। যদিও হুন্ডি কারবারিরা ১১০ থেকে ১১২ টাকা দিচ্ছেন। দর নির্ধারণের পর থেকে বাড়তে থাকা রেমিট্যান্স আবার কমছে।
মন্তব্য করুন