- অর্থনীতি
- আইজিডব্লিউ অপারেটরস ফোরামের সভাপতি শামসুদ্দোহা
আইজিডব্লিউ অপারেটরস ফোরামের সভাপতি শামসুদ্দোহা

এ কে এম শামসুদ্দোহা
এ কে এম শামসুদ্দোহা ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরস ফোরামের নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি গ্লোবাল ভয়েস টেলিকমের চেয়ারম্যান। এ ছাড়া সংবার্ড টেলিকমের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম সংগঠনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর গুলশানে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার আইওএফের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুই বছরমেয়াদি (২০২৩-২০২৫) নির্বাহী কমিটির সব সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সাতজন আইজিডব্লিউ অপারেটর সুইচ (আইওএস) সদস্য। সাতজন রয়েছেন নন আইওএস সদস্য।
কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলা ট্রেক কমিউনিকেশন্সের মো. জয়নাল আবেদীন, ডিজিকন টেলিকমিউনিকেশনের খালিদ ইসলাম, মীর টেলিকমের মো. আব্দুল হান্নান, নভোটেলের সৈয়দ মইনুল হক, রুটস কমিউনিকেশনের মো. সারোয়ার হোসেন, ইউনিক ইনফোওয়ের মো. মাহতাবউল আমিন, এইচআরসি টেকনোলজিসের হাফিজুর রহমান, ফার্স্ট কমিউনিকেশনের আশিক আহমেদ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল গেটওয়ের নজরুল ইসলাম, প্লাটিনাম কমিউনিকেশন্সের গাজী মো. সালাহউদ্দীন, ভেনাস টেলিকমের হুমায়ুন কবির এবং বিজিটেলের নাদির শাহ কোরেশী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে আইওএফেরর নির্বাহী কমিটির এই নির্বাচন সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মনজুর আহমেদ। এ ছাড়া নিয়াজ মোহাম্মদ ও মাসুদ খান নির্বাচন কমিশনার ছিলেন। আইওএফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে কার্যভার গ্রহণ করবে।
মন্তব্য করুন