তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারস ৩.০ চালু করেছে রবি আজিয়াটা। পথচলার ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সোমবার এই ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন রবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি। প্রতিযোগিতার শীর্ষ ডিজিটাল স্টার্টআপগুলোতে আড়াই কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাজীব শেঠি। তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে আমরা ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি এবং প্রায় ৩৯ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছি। তাদের ব্যবসায়িক কার্যক্রমের ফলে ১ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।’

অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ বলেন, ‘সফলতার সঙ্গে ২৫ বছর পার করার এই মুহূর্তে গ্রাহকদের আশ্বস্ত করতে চাই, আগামীর ডিজিটাল ভবিষ্যতে জীবনে নতুন এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে রবি সম্পূর্ণ প্রস্তুত।’

অনুষ্ঠানে একটি অনুপ্রেরণামূলক টিভিসি উন্মোচন করা হয়। টিভিসিতে বাংলাদেশি যুবক জয় বড়ুয়া লাবলুর গল্প তুলে ধরা হয়। লাবলুর হাত নেই অথবা হাত কেটে ফেলতে হয়েছে এমন মানুষদের জন্য স্বল্পমূল্যের রোবটিক হাত তৈরি করে বিশ্বে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি জলবায়ু এবং উদ্ভাবন বিভাগে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেন তিনি।