পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগের তিন দিন পর মামলা নিল পুলিশ। এ ঘটনায় মামলার আসামি কলেজছাত্র হৃদয় ব্যাপারী ও তার বোনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত মঙ্গলবার ছাত্রীটির বাবা মামলার আবেদন করলে গত বৃহস্পতিবার রাতে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়। মামলার অন্য আসামি হলেন- উপজেলার কালাইয়া গ্রামের রাম ব্যাপারীর ছেলে হৃদয়ের ভগ্নিপতি সুব্রত সরকার।

এজাহার থেকে জানা যায়, নবম শ্রেণির ওই ছাত্রীকে প্রেমের কথা বলে হৃদয় গত ৫ মে তার ভগ্নিপতির বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। ভিডিওর ভয় দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে সে। পরে রাজি না হওয়ায় গত ১৪ ও ২০ নভেম্বর ছাত্রীর নামে আইডি খুলে হৃদয় ওই ছাত্রীর আপত্তিকর ছবি ছেড়ে দেয়।

ছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়েকে হৃদয় দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করছিল। ধর্ষকের শাস্তি দাবি করেন তিনি।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।