- অর্থনীতি
- সেরা করপোরেট অ্যাওয়ার্ড দেবে আইসিএমএবি
সেরা করপোরেট অ্যাওয়ার্ড দেবে আইসিএমএবি

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) 'সেরা করপোরেট অ্যাওয়ার্ড' দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আইসিএমএবির সভাপতি মো. মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আজিজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন খাতে সেরা পারফরম্যান্সের কোম্পানিকে স্বীকৃতি দিতে আগামী ১ ডিসেম্বর এ অ্যাওয়ার্ড দেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড হস্তান্তর করবেন। ১৭টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হচ্ছে- ন্যাশনালাইজ কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন), নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সাধারণ বীমা, জীবনবীমা, ফার্মাসিউটিক্যালস, সিমেন্ট, টেক্সটাইল, বহুজাতিক কোম্পানি, অন্যান্য ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ উৎপাদন, তেল, গ্যাস ও শক্তি, এনজিও, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, ট্রেডিং অ্যান্ড অ্যাসেম্বলি এবং আইটি ও টেলিকমিউনিকেশন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউটের সেক্রেটারি একেএম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মো. আলী হায়দার চৌধুরী, সাবেক সাফা প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন প্রমুখ।
মন্তব্য করুন