বাংলাদেশের জ্বালানি, স্মার্ট সিটি, বন্দর ব্যবস্থাপনা খাতে ফিনল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করার আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত কাউক্কু-রুনদি। সোমবার রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই এবং ফিনল্যান্ড দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। গতকাল এ বিষয়ে এফবিসিসিআই থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, শিল্পকারখানার যন্ত্রপাতি, বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে ফিনল্যান্ডের কোম্পানিগুলোর সুনাম রয়েছে। এসব খাতে তাদের অভিজ্ঞতা এবং প্রযুক্তি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহায়ক হবে।

সভায় পরিবেশবান্ধব জ্বালানি খাতে বাংলাদেশ এবং ফিনল্যান্ডের মধ্যে প্রযুক্তি স্থানান্তরের ওপর জোর দেন বাংলাদেশে ফিনল্যান্ডের কনসুল জেনারেল ও সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। ব্যবসা পরিচিতি এবং পরিকল্পনার কথা তুলে ধরে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান নকিয়া, ওয়ার্টসিলা, এলিমেটিক, কোনক্রেনস, বাংলাদেশি প্রতিষ্ঠান সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, জেমকন গ্রুপ ও কসমস গ্রুপ।