২০২১ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য 'আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২১ 'এ প্রথম পুরস্কার (গোল্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-কে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে প্রথম স্থান হিসেবে গোল্ড পুরস্কার প্রদান করে।

প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ। এসময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আব্দুল আজিজ এবং ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়াতুল ইসলাম, এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন, আইসিএমএবি এর সভাপতি মো. মামুনুর রশিদ, এফসিএমএ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও এম. আখতার হোসেন উপস্থিত ছিলেন।