- অর্থনীতি
- ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

জব্দকৃত ভেজাল গুড়। ছবি-সমকাল
নাটোরের গুরুদাসপুরে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করে দুই ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর।
রোববার রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকার দুটি কারখানায় ভেজাল গুড় তৈরির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৫।
নাটোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁচকৈড় বাজারের মেসার্স ভাই ভাই গুড় কারখানা ও মেসার্স আজিজ সোনার গুড় কারখানায় র্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে ভেজাল গুড় তৈরির সময় ৯ হাজার কেজি গুড় ও ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। সেই সাথে ভাই ভাই গুড় কারখানার মালিক দেলোয়ার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা ও মেসার্স আজিজ সোনার গুড় কারখানার স্বত্বাধিকারী সুজন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ সকল অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন