- অর্থনীতি
- বোরহাননগরের চা শ্রমিকদের দৈনিক মজুরি এখনও ৮২ টাকা!
বোরহাননগরের চা শ্রমিকদের দৈনিক মজুরি এখনও ৮২ টাকা!

সিলেটের মৌলভীবাজারে বোরহাননগর চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোসহ মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে চা শ্রমিকরা ১০ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ করেছেন।
রোববার কুলাউড়া উপজেলা চত্বরে চা শ্রমিক সংগ্রাম কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের কুলাউড়া উপজেলা কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে এবং সদস্য কৃষ্ণ দাস অলমিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি কমরেড আবদুল লতিফ, চা শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমন্বয়ক এস এম শুভ, বোরহাননগর চা বাগানের শ্রমিক রাসেল আহমেদ, ঠাকুর রাজোয়ার, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য সত্যজিৎ ওরাং, পূরণ ওরাং এবং কালিটি চা বাগানের শ্রমিক কার্তিক কালোয়ার।বোরহাননগরের চা শ্রমিক রাসেল আহমেদ জানান, এই চা বাগানের শ্রমিক ও কর্মচারীদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। বর্তমানে অন্যান্য চা বাগানের শ্রমিকরা যেখানে মাথাপিছু দৈনিক ১৬৮-১৭০ টাকা করে মজুরি পাচ্ছেন, সেখানে বোরহাননগরের চা শ্রমিকদের দেওয়া হচ্ছে মাত্র ৮২ টাকা করে।
কমরেড আবদুল লতিফসহ নেতারা বলেন, বোরহাননগর চা বাগানের শ্রমিকদের মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দ্রুত নিশ্চিত করা না হলে তাঁদের ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ শেষে শ্রমিকদের ১০ দফা দাবি আদায়ে ইউএনও, উপজেলা চেয়ারম্যান এবং ১২ নম্বর পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মন্তব্য করুন