দেশের ৮ হাজার ২৯৭টি ডিজিটাল সেন্টারকে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, এবং মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ গড়ে তোলা হচ্ছে। এতে এক জায়গায়ই উদ্যোক্তারা মূলধনের যোগান ও ক্ষুদ্রঋণ গ্রহণের সুবিধাসহ অন্যান্য আর্থিক সেবা পাবেন। এজন্য এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প এবং এসএমই ফাউন্ডেশনের মধ্যে বুধবার সমঝোতা চুক্তি সই হয়েছে।

প্রাথমিকভাবে ২২ জেলার ২৭ উপজেলার ৩০টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে পাইলট কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে এসএমই ফাউন্ডেশন ও এটুআই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান ও এটুআই প্রকল্পের পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জাকের হোসেন, এটুআই’র উপদেষ্টা আনির চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, এসব ডিজিটাল কেন্দ্রে উদ্যোক্তারা ব্যবসা স্থাপন থেকে শুরু করে ব্যবসা সম্প্রসারণ, ব্যবসায়িক ও কারিগরি প্রশিক্ষণ সহায়তা, পরামর্শক সেবা গ্রহণ করতে পারবেন।

বর্তমানে দেশের চার হাজার ৫০১টি ইউনিয়নে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউডিসি), ৩২৮টি পৌরসভার ৪৬৫টি ওয়ার্ডে নগর ডিজিটাল সেন্টার (সিডিসি), ছয়টি স্পেশালাইজড ডিজিটাল সেন্টার-এসডিসি (গার্মেন্টস কর্মীদের জন্য গাজীপুরে পাঁচটি এবং মৎসজীবী শ্রমিকদের জন্য খুলনার রূপসায় একটি) এবং সৌদি আরবে ১৫টি এক্সপাট্রিয়েট ডিজিটাল সেন্টার (ইডিসি) চালু রয়েছে হয়েছে।