- অর্থনীতি
- নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাবে বিসিআই
নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাবে বিসিআই

রাজধানীতে বিসিআই কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)- ফটো রিলিজ
নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাবে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। একইভাবে মাইক্রো ও ক্ষুদ্র, কুটির শিল্প এবং হালকা প্রকৌশল ও কৃষিভিত্তিক শিল্প খাতের উন্নয়নে কাজ করে যাবে সংগঠনটি।
মঙ্গলবার বিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন সংগঠনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। রাজধানীর বিসিআইর বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তিনি। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিআই সভাপতি বলেন, যেহেতু বিসিআই সারাদেশভিত্তিক একক ও একমাত্র জাতীয় শিল্প চেম্বার, সেহেতু স্থানীয় সব শিল্পের পথে সব ধরনের প্রতিবন্ধকতা নিরসনে সংগঠনের সবাইকে প্রয়োজনীয় ভূমিকা পালনের চেষ্টা করতে হবে।
তিনি বলেন, বর্তমানে করোনা এবং রাশিয়া-ইউক্রেন সংকটসহ বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা ও শত প্রতিকূলতার মধ্যে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। অন্যদিকে দেশের কর ব্যবস্থা শিল্পবান্ধব নয়। কর ব্যবস্থায় ব্যবসায় কোনো লোকসান বিবেচনা করা হয় না, খাতভিত্তিক গ্রস প্রফিট ধরা হয়; যা যুক্তিসংগত নয়। বর্তমান সংকটকালে প্রায় ৪০ শতাংশ মাইক্রো, ক্ষুদ্র ও কুটির শিল্প ঝরে পড়ছে। সবাইকে এ ঝরে পড়া রোধে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশে একদিকে যেমন বেকারত্ব বাড়ছে, তেমনি আবার শিল্পে দক্ষ কর্মীর অভাব রয়েছে। তাই বিসিআই দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে ইতোমধ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং যুব উদ্যোক্তা তৈরি ও বিকাশের জন্য সব ধরনের চেষ্টা করবে বিসিআই।
আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বিসিআইর ২০২১-২২ সালের কর্মকাণ্ডের সারসংক্ষেপ সভায় উপস্থাপন করেন। সভায় বিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি প্রীতি চক্রবর্তী, সহসভাপতি শহীদুল ইসলাম নিরুসহ সংগঠনের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন