বাণিজ্য প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিল এইউএএবি

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে সংবর্ধনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:৪৯
নিজেদের সাবেক শিক্ষার্থী বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে সংবর্ধনা দিয়েছে অ্যাজাম্পশন ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইউএএবি)। সম্প্রতি রাজধানীর বনানী শেরাটন হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। আরও উপস্থিত ছিলেন এইউএএবির প্রেসিডেন্ট সাঈদ হাসান, ভাইস প্রেসিডেন্ট আরিয়া ইসলাম আরি, জেনারেল সেক্রেটারি জারা জাবীন মাহবুব ও ট্রেজারার মুনাজ্জির শেহমাত করিমসহ অন্যান্য সদস্য ও আয়োজকরা। থাইল্যান্ডের অ্যাজাম্পশন ইউনিভার্সিটি থেকে ‘ম্যাগনা কাম লডে’সহ স্নাতক সম্পন্ন করেন আহসানুল ইসলাম টিটু। তিনি সেখান থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের পিটসবুর্গ স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন।
অনুষ্ঠানে মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমার কাছে অ্যাজাম্পশন ইউনিভার্সিটি মানে বিশেষ কিছু। পুরো অ্যাকাডেমিক সময়ে আমাদের সততা ও ন্যায়ের কথা শেখানো হয়েছে। সততা আমাদের কোথায় নিয়ে যেতে পারে আজ আমরা তা দেখতে পাচ্ছি। আমার শিক্ষাপ্রতিষ্ঠান, বন্ধুবান্ধব ও পরিবার থেকে পাওয়া শিক্ষার কারণেই আজ আমি এ জায়গায় পৌঁছাতে পেরেছি।
থাই রাষ্ট্রদূত বলেন, ‘আমি থাইল্যান্ড-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমৃদ্ধ ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। নবনিযুক্ত প্রতিমন্ত্রী এই দুই দেশের সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদী আমরা। আর এই সহযোগিতায় পাশে থাকবে থাই দুতাবাস।’
এইউএএবি’র নির্বাহী কমিটির প্রেসিডেন্ট বলেন, ‘স্কুল থেকে শুরু করে এবিএসি-তে স্নাতকসহ গত ৪৬ বছর ধরে আমি বন্ধু টিটুকে চিনি। মানুষ হিসেবে তিনি অত্যন্ত নম্র ও বিনয়ী। আজ আমরা তাকে নিয়ে গর্ববোধ করছি। আমরা আশাবাদী তিনি তার জ্ঞান ও দক্ষতা দিয়ে আমাদের দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন। আমরা তার সার্বিক সফলতা কামনা করি।’
- বিষয় :
- বাণিজ্য