রিহ্যাব নির্বাচনে ঊনত্রিশ পদের বিপরীতে লড়বেন ৯৩ জন

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ০০:৪৪
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব পরিচালনা পর্ষদের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এবার ২৯ পরিচালক পদের বিপরীতে নির্বাচনে লড়বেন মোট ৯৩ জন প্রার্থী। অর্থাৎ প্রতি একজন পরিচালক পদের বিপরীতে তিনজনের বেশি প্রার্থী ভোট করবেন। সোমবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে রিহ্যাব নির্বাচন বোর্ড।
আগামী ২৪ ফেব্রুয়ারি নির্বাচন রিহ্যাব নির্বাচন হওয়ার কথা থাকলেও তিন দিন পিছিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি। তবে নির্বাচনের স্থান এখনও নির্ধারিত হয়নি। চূড়ান্ত তালিকা অনুযায়ী, ঢাকা থেকে ভোটে লড়বেন ৮৬ জন এবং চট্টগ্রাম থেকে ৭ জন। এবার মোট প্রার্থী ছিলেন ৯৭ জন। এর মধ্যে চারজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ২৯ পরিচালকের মধ্যে ঢাকা থেকে ২৬ এবং চট্টগ্রাম থেকে তিনজন পরিচালক ভোটে নির্বাচিত হবেন।
নির্বাচনে চারটি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন সদ্য সমাপ্ত রিহ্যাব কমিটির সিনিয়র সহসভাপতি ও হামিদ রিয়াল এস্টেটের স্বত্বাধিকারী ইন্তেখাবুল হামিদ। তিনি সংগঠনটির সাবেক সভাপতি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাই। এ ছাড়া অন্য তিনটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন জাপান সিটি গার্ডেনের এমডি মো. ওয়াহিদুজ্জামান, বিশ্বাস বিল্ডার্সের এমডি নজরুল ইসলাম দুলাল ও সেঞ্চুরি রিয়্যালিটির এমডি এম জি আর নাসির মজুমদার।
- বিষয় :
- নির্বাচন