ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সিআইও ক্লাব বাংলাদেশ চ্যাপ্টার উদ্বোধনী অনুষ্ঠান

সিআইও ক্লাব বাংলাদেশ চ্যাপ্টার উদ্বোধনী অনুষ্ঠান

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ২২:১৭

সম্প্রতি বাংলাদেশের শীর্ষ সংগঠনগুলোর শীর্ষ আইটি কর্মকর্তা এবং ভারতের আইটি শিল্পের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সিআইও ক্লাব বাংলাদেশ চ্যাপ্টার উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য এমডি আলী আজগর এমপি।

অনুষ্ঠানটিতে বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নপূরণে এবং দেশনেত্রী শেখ হাসিনার ভিশন- ২০৪১ বাস্তবায়নের লক্ষে স্মার্ট বাংলাদেশের আর্থ-সামাজিক পরিমণ্ডল উন্নয়নে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহ-সভাপতি এবং ই-ক্যাবের সভাপতি শমী কায়সার।

সিআইও গ্লোবাল গভর্নিং কমিটির সভাপতি উমেশ মেহতা বলেন, একটি অলাভজনক সংস্থা হিসেবে CIO Klub বৈশ্বিক আইটি সেক্টরে সকলকে সাথে নিয়ে আন্তরিকতা ও বন্ধুত্বের সঙ্গে পরিচালিত হয়। সিআইও বাংলাদেশ চ্যাপ্টারের 

প্রেসিডেন্ট সারজিল সারোয়ার বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশের গঠনের লক্ষকে সামনে রেখে এবং বাংলাদেশে আইটি ইকোসিস্টেমকে উন্নত করার লক্ষ্যে সংগঠনটি নেতৃস্থানীয় ভূমিকা পালন করতে সক্ষম হবে।

আরও পড়ুন

×