- অর্থনীতি
- আব্দুল মালেক এমটিবির চেয়ারম্যান, মঞ্জুর এলাহী ভাইস চেয়ারম্যান
আব্দুল মালেক এমটিবির চেয়ারম্যান, মঞ্জুর এলাহী ভাইস চেয়ারম্যান

বিশিষ্ট প্রকৌশলী ও উদ্যোক্তা মো. আব্দুল মালেক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিশিষ্ট উদ্যোক্তা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এমটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মো. আব্দুল মালেক বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি অর্জন করেন। গার্মেন্ট শিল্পেও তাঁর রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। তিনি গত দুই বছর এমটিবির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আর এমটিবি ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী এমটিবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ করেন। তিনি এমটিবি বোর্ড নির্বাহী পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এপেক্স গ্রুপেরও চেয়ারম্যান।
তিনি আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম), বাংলাদেশের বিজনেস এক্সিকিউটিভ অব দ্য ইয়ার-২০০০ এবং ডেইলি স্টার ও ডিএইচএল ওয়ার্ল্ড-ওয়াইড এক্সপ্রেস আয়োজিত বিজনেস পার্সন অব দ্য ইয়ার-২০০২ পুরস্কারসহ বাণিজ্য ও শিল্পে অবদানের জন্য বিভিন্ন পুরস্কার অর্জন করেন।
মন্তব্য করুন