শেয়ারবাজারে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনস (ইউএফএস) সংশ্নিষ্ট ১৫টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (বিএসইসি) অনুরোধে প্রতিষ্ঠানটির পলাতক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীরসহ ১০ ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠান রয়েছে এ তালিকায়। শেয়ারাবজারের চার মিউচুয়াল ফান্ডের ১৫৮ কোটি টাকা নিয়ে প্রতিষ্ঠানটির এমডি গত অক্টোবরে দেশ ছেড়ে পালানোর পর এমন ব্যবস্থা নেওয়া হলো।

মঙ্গলবার বিএফআইইউ সব ব্যাংকে চিঠি দিয়ে ৩০ দিনের জন্য অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজের তালিকায় রয়েছে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনস, ইউএফএস-আইবিবিএল শরীয়াহ ইউনিট ফান্ড, ইউএফএস-পপুলার লাইফ ইউনিট ফান্ড, ইউএফএস-ব্যাংক এশিয়া ইউনিট ফান্ড ও ইউএফএস-পদ্মা লাইফ ইসলামিক ইউনিট ফান্ড। এছাড়া প্রতিষ্ঠানটির এমডি সৈয়দ হামজা আলমগীর ছাড়াও অন্যদের মধ্যে রয়েছেন- ইশরাত আলমগীর, সৈয়দ শেহরীন হুসাইন, সৈয়দ আলমগীর ফারুক চৌধুরী, তারেক মাসুদ খান, আলিয়া হক আলমগীর, মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দা মেরীন রহমান ও মোসা. উম্মে ইসলাম সোহানা।

শেয়ারবাজারে চার মিউচুয়াল ফান্ডের ১৫৮ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের করে ইউএফএসের এমডি সৈয়দ হামজা আলমগীর গত ১৩ অক্টোবর দুবাই পালিয়ে যান বলে সম্প্রতি একটি পত্রিকায় খবর প্রকাশি হয়। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমতি নিয়ে এই কোম্পানি বিভিন্ন গ্রাহক থেকে টাকা সংগ্রহ করে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করত। চার ফান্ডের বাইরে পোর্টফোলিওতে থাকা শেয়ার বিক্রি করে আরও অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। তবে এ উপায়ে হাতি নেওয়া অর্থের পরিমাণ জানা যায়নি। অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে বিএসইসির নিস্ক্রিয়তা কেন বেআইনি হবে না জানতে চেয়ে সোমবার একটি রুল জারি করেন আদালত। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়ে সোমবার বিএসইসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।